মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামাল হোসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান সদর উপজেলায় চেয়ারম্যান পদে অন্য কোনো প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
কামাল হোসেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চার বারের নির্বাচিত সভাপতি। এর আগে তিনি সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান বলেন, উপজেলা নির্বাচন বিধিমালা ২০১৩ এর ২৪ ধারা অনুযায়ী কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কামাল হোসেনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, আমাকে ভালোবেসে কোনো প্রার্থী আমার প্রতিদ্বন্দ্বী হননি। তাই আমাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আমি সবার সহযোগিতা চাই।