রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

যুক্তরাজ্যে আনন্দঘন আয়োজনে অভিষিক্ত হলেন ‘নেবটজা’র নবনির্বাচিত নেতৃবৃন্দ
লন্ডন প্রতিবেদক

লন্ডন প্রতিবেদক



বিজ্ঞাপন

আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের (নেবটজা) অভিষেক অনুষ্ঠিত হল ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার ওলডহ্যামের ইস্টার্ণ প্যাভিলিয়ন ব্যাংকুইটিং হলে। অভিষেক অনুষ্ঠানে প্রায় দু’শতাধিক আমন্ত্রিত অতিথির মধ্যে নর্থ ইংল্যান্ডের প্রতিটি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও চ্যারিটি সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ যুক্তরাজ্যের বৃহৎ সামাজিক সংগঠন জিএসসি, লন্ডন বাংলা প্রেস ক্লাব, বার্মিংহাম বাংলা প্রেসক্লাব, বাংলা সংবাদপত্রের সম্পাদক, একাধিক অনলাইন টিভির সিইও ও চেয়ারম্যান, সহকারী হাইকমিশনার, প্রেস মিনিস্টার ও স্থানীয় কাউন্সিলাগন উপস্থিত ছিলেন। বিভিন্ন শ্রেনীর মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় রূপ নেয়।

‘নেবটজা’র সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু সাইদ চৌধুরী সাদির সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ আহমদ আলী। এরপর মহান ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশ মিশনের সহকারী হাইকমিশনার আবু নাসের মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিষ্টার আশিকুন নবী চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডন্ট মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী, ভাইস প্রেসিডন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জুবায়ের, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ, চ্যানেল এস এর হেড অব নিউজ কামাল মেহদী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য কবি আব্দুল কাইয়ুম, নির্বাহী সদস্য পলি রহমান, নির্বাহী সদস্য নাজমুল হোসাইন, এলবিটিভির ম্যানেজিং ডাইরেক্টর মিজানুর রহমান মিজান, বার্মিংহাম প্রেসক্লাবের সভাপতি গোলাম মুস্তফা চৌধুরী যুবরাজ, গ্রেটার সিলেট কাউন্সিলের জেনারেল সেক্রেটারি খসরু খান, ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার এমবিই, কাউন্সিলার আব্দুল মালিক, কাউন্সিলার ফজলুল হক, কাউন্সিলার মন্তাজ আলী আজাদ, কাউন্সিলার জিমফিজপেট্রিক, সামসুদ্দীন আহমদ এমবিই, ফারুক আহমদ এমবিই, মনছব আলী জেপি, সোরাবুর রহমান, এডভোকেট মীর গোলাম মুস্তফা, সাংবাদিক ফারুক যোশি, রুহুল আমিন চৌধুরী মামুন, আব্দুল মালিক, নাসির খান শুয়েব, আবদুস সালাম, আব্দুল নাসির ওহাবসহ অনেকেই।

অভিষেক অনুষ্ঠানে নেবটজার পক্ষে উপদেষ্টা কাউন্সিলার হাসান খান, উপদেষ্টা সৈয়দ সাদেক আহমদ, সিনিয়র সহ-সভাপতি শেখ সুরত মিয়া আছাব, সহ-সভাপতি আহমদ হোসেন হেলাল, সহ-সভাপতি গাউসুল ঈমাম চৌধুরী সুজন বক্তব্য প্রদান করেন।

সভায় সংগঠনে বিগতদিনে বিশেষ ভুমিকা পালনের জন্য আজীবন সদস্য আব্দুল নাসির ওহাব, মিজানুর রহমান মিজান, শেখ সুরত মিয়া আছাব, হাসানুজ্জামান খান, আহমদ হোসেন হেলাল ও শাহান চৌধুরীকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

প্রেস ক্লাব সভাপতি এমদাদুল হক চৌধুরী নেবটজার নবনির্বাচিত কমিটিতে অভিনন্দন জানিয়ে বলেন, আজ থেকে ২৫ বছর আগে যখন লন্ডন বাংলা প্রেস ক্লাব প্রতিষ্ঠা হয় তখন এই সংগঠনের সদস্য সংখ্যা ছিলো মাত্র ২৮জন। এখন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য সংখ্যা ৩১৮জন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনও একসময় প্রেস ক্লাবের মতো বিশাল সংগঠনে রূপ নিবে। তিনি বলেন, প্রেস ক্লাব গঠিত হয়েছিলো সংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার জন্য। নেবটজার উদ্দেশ্যও অভিন্ন। আমি আশাবাদী এই সংগঠনের নেতৃত্বে নর্থ ইংল্যান্ডে একটি শক্তিশালী সাংবাদিক সমাজ গড়ে ওঠবে। তিনি বলেন, একজন সাংবাদিককে নীতিনিষ্ঠ হতে হয়, সত্য নিষ্ঠ হতে হয়। একজন সাংবাদিকের বড় সম্পদ হচ্ছে তাঁর নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা। সেটি অর্জন করতে পারলেই আমরা একজন ভালো সাংবাদিক হতে পারবো।

নৈশভোজ ও মুকিত চৌধুরী সিতুর উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।