লন্ডনে গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে’র এক সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় স্থানীয় মক্কা গ্রিল রেস্টুরেন্টের হলরুমে উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটনের সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারি লিয়াকত খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন খলিলুর রহমান, হাফিজ উদ্দিন, সুমন আহমদ, বদরুল ইসলাম, মাহবুবুর রশীদ মুসা, ফরহাদ আহমদ, সিরাজ উদ্দিন, সেলিম উদ্দিন, শামীম আহমদ, সালাহ উদ্দিন এনাম, সাইদুল ইসলাম, জসিম উদ্দিন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে আগামী ২৫ ফেব্রুয়ারি সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে বিভিন্ন পদে আগ্রহী প্রার্থীদের ২১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দানের তারিখ ঘোষণা করা হয়।