হবিগঞ্জের বাহুবল থেকে ২টি পাইপগান, ৩ রাউন্ড গুলি ও ৬টি দেশীয় অস্ত্রসহ মো. লুৎফর রহমান লুৎফর (২৯) নামের ১১ মামলার ১ আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
৪ ফেব্রুয়ারি রোববার সকালে এএসপি আফজাল হোসেনের নেতৃত্বে র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে বাহুবল উপজেলাধীন বাটপাড়া গাজীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মো. লুৎফর রহমান লুৎফর বাহুবল উপজেলাধীন পুটিজুরি গ্রামের আব্দুস ছালাম মংলার ছেলে। এসময় তার দেহে তল্লাশি চালিয়ে একটি সচল ও ১ টি অচল পাইপগান, ২টি শর্টগানের কার্তুজ, একটি ডেগার, দুটি লোহার শাবল সদৃশ্য ক্রোবার এবং দুটি ছোরা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান বলেন- গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে তার বিরুদ্ধে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় ডাকাতিসহ ১১ টি মামলা থাকার কথা স্বীকার করে।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে হবিগঞ্জের বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।