পথচলায় পাঁচ বছর পেরিয়ে ষষ্ঠ বর্ষে পা রাখলো তাইসির মাহমুদ সম্পাদিত সাপ্তাহিক দেশ। ‘সত্য প্রকাশে আপোসহীন’ থাকার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু হয়েছিলো ২০১৪ সালের ১০ই জানুয়ারি। সেই থেকে সত্যের প্রতি অবিচল থেকে কেটেছে বিগত পাঁচটি বছর।
পাঠকের চাহিদার প্রতি লক্ষ্য রেখে সংবাদ বাছাই, অকর্ষণীয় শিরোনাম নির্ণয়, দৃষ্টিনন্দন মেকআপ, সর্বোপরি খবরের পেছনের খবরে গুরুত্ব দেয়ার নিয়মিত চর্চায় সাপ্তাহিক দেশ দাঁড়িয়েছে আলাদা পরিচয়ে। যুক্তরাজ্যের কমিউনিটির মানুষের মনে স্থান করে নিয়েছে পত্রিকাটি। আর এ গর্বিত যাত্রায় আমাদের প্রাণশক্তি যোগিয়েছেন সম্মানিত বিজ্ঞাপনদাতা, কমিউনিটির ব্যবসায়ীগণ।
ষষ্ঠ বর্ষে পদার্পনের প্রাক্কালে আমাদের সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা। বিগত দিনগুলোর মতো আগামী দিনেও এই ভালোবাসা অটুট থাকবে- এমটাই নতুন বছরের প্রত্যাশা দেশ পরিবারের।