মৌলভীবাজারের শ্রীমঙ্গল বাজারে ৬০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ উঠেছে। যার দাম ১ লাখ ৫০ হাজার টাকা। সোমবার শ্রীমঙ্গলের মাছ বাজারে পৌষ সংক্রান্তি উপলক্ষে আয়োজিত একদিনের মেলায় এই মাছটি বিক্রির জন্য নিয়ে এসেছেন এক বাবসায়ী। মেলায় অন্যান্য মাছ থাকলেও সেখানকার মূল আকর্ষণ এখন বিশাল আকৃতির এই বাঘাইড়।
মেঘনা নদী থেকে নিয়ে আসা মাছটির বিক্রেতা হাফিজ আহমেদ জানান, বাঘাইড় মাছটির ওজন ৬০ কেজি। এটি মেঘনা নদী থেকে ধরা হয়েছে। এর দাম দেড় লাখ টাকা। তবে বিকেল তিনটা পর্যন্ত মাছটির দাম উঠেছে ৮০ হাজার টাকা। তিনি প্রত্যশা করেন মাছটি বিক্রি হয়ে যাবে।
এদিকে মেলা উপলক্ষে পুরো বাজারে বড় আকৃতির নানা ধরনের মাছ আনা হয়েছে। রুই, কাতলা, ব্রিগেড, সিলভার কার্প, বোয়াল, বাঘাইড়, চিতল, আইড়সহ বিশাল আকৃতির মাছ সাজিয়ে রেখেছেন বিক্রেতারা।
শ্রীমঙ্গল মাছ বাজার কমিটির সহ-সভাপতি মো. হান্নান মিয়া বলেন, একদিনের এই মেলা উপলক্ষে এখানে বিক্রির জন্য বড় বড় মাছ আনা হয়েছে। একসঙ্গে এত বড় মাছ সারা বছর বাজারে চোখে পড়ে না। আজকের মেলার সব চেয়ে বড় মাছ এই বাঘাইড়।