সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

ওমান থেকে ইরান হয়ে গ্রীস যাবার পথে প্রাণ হারালেন নবীগঞ্জের বাপ্পু
প্রবাস ডেস্ক

প্রবাস ডেস্ক



বিজ্ঞাপন

ওমান থেকে ইরান হয়ে নদী পথে অবৈধভাবে গ্রীস যাবার সময় স্পীডবোটের মেশিনে পড়ে গলা কেটে প্রাণ হারিয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাপ্পু রায় (২৫) নামে এক যুবক। গত ১০ জানুয়ারি ইরানে এ ঘটনাটি ঘটে।

নিহত বাপ্পু রায় উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসামত গ্রামের মৃত বন রায়ের ছেলে।

বাপ্পু রায়ের চাচাতো ভাই রজত রায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই মাস আগে বৈধ ভিসা নিয়ে ওমানে যায় বাপ্পু রায়। সেখানে তাঁর দুই ভাই রয়েছেন। চলতি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দালালের মাধ্যমে গ্রীস যাবার জন্য নদী পথে বেছে নেয় বাপ্পু।

ইরানের স্থানীয় পুলিশ বাপ্পু রায়ের লাশ উদ্ধার করে একটি হাসপাতালের মর্গে রেখেছে।