সিলেটের গোলাপগঞ্জে দুই সপ্তাহ ধরে দিলারা বেগম (২৩) নামের এক তরুনী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ দিলারা উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের পংকি মিয়ার মেয়ে। তিনি এইচএসসি পাশ করে তার বাড়িতে টেইলারী কাজ করছে বলে জানা যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর সকাল ১১টার দিকে দিলারা নিজ বাড়ি থেকে সুতা কিনতে ঢাকাদক্ষিণ বাজারে যায়। এর পর সে আর বাড়িতে ফিরে আসেনি। দিলারার আত্মীয়-স্বজন অনেক স্থানে যোগাযোগ করেও তাঁ কোনো সন্ধ্যান পাননি। খুঁজ না পেয়ে গত ২৮ ডিসেম্বর দিলারার পিতা পংকি মিয়া গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (নং ১৮৪২) করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) দিলীপ কুমার নাথ জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।