গোলাপগঞ্জে ডোবা থেকে সুহাই মিয়া (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৪ জানুয়ারি শুক্রবার দুপুর দুইটায় উপজেলার নুরজাহান সিএনজি পাম্পের নিকটের ডোবা থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
সুহাই মিয়া উপজেলার বাঘা ইউনিয়নের উত্তর গাঁও গ্রামের মৃত তমজিদ আলী পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে গোলাপগঞ্জ পৌর শহর ও সদর ইউনিয়নের মধ্যবর্তী স্থানের নুরজাহান সিএনজি পাম্পের নিকটে একটি ডোবায় এক অজ্ঞাত বৃদ্ধের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা গোলাপগঞ্জ থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন বলেন, নিহত বৃদ্ধ মানসিক প্রতিবন্ধী বলে জানা গেছে। লাশের সুরতাহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।