মৌলভীবাজারের রাজনগর উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আনোয়ার মিয়া (৪৫) একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফতেহপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৬ জন আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আবদুল্লাহপুর গ্রামের বাসিন্দা আফতাব গংদের সাথে জমি নিয়ে চাচার সাথে ভাতিজা আনোয়ার মিয়ার বাকবিতন্ডা হয়। এর জের ধরে সন্ধ্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আনোয়ার মিয়া গুরুতর আহত হন। পরে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা আনোয়ার মিয়াকে মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন- আরফান মিয়া (৪০), রহমত মিয়া (৪৫), হোসেন মিয়া (৩০), আলী মিয়া (৩৫), মাহমুদ মিয়া (৬০), মানিক মিয়া (৪০)। আহতরা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানা পুলিশের পরিদর্শক এসআই শামছুর রহমান দেওয়ান জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।