রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

হবিগঞ্জে ৭ শতাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

হবিগঞ্জে নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে বাধা দেয়া এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে বিএনপির ছয় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। এর মধ্যে একটি মামলায় ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

পাশাপাশি আওয়ামী লীগ কর্মী দাবি করে আরও দুই ব্যক্তি পৃথক দুটি মামলা করেছেন। দুটি মামলায় প্রায় শতাধিক বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ দুই মামলায় হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছকে প্রধান আসামি করা হয়েছে।

জানা যায়, সদর উপজেলার তেতৈয়া গ্রামের সাবেক ইউপি মেম্বার তৈয়ব আলী বাদী হয়ে ১০৪ জনের বিরুদ্ধে এবং শহরের শায়েস্তানগর এলাকার মো. আশরাফ আহমেদ হারুন বাদী হয়ে জেকে অ্যান্ড এইচকে হাই স্কুল কেন্দ্রে সহিংসতার অভিযোগে আরও ২২ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন।

পুলিশ জানায়, শহরের গরুর বাজার এলাকায় সওদাগর কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী কাজে আইন-শৃঙ্খলা বাহিনীকে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে একটি মামলা করা হয়েছে। মঙ্গলবার ডিবি পুলিশের এসআই ইকবাল বাহার বাদী হয়ে মামলাটি করেন। মামলায় জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কোহিনুর আলমসহ বিএনপির ৫৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও অজ্ঞাত প্রায় ২০০ জনকে আসামি করা হয়েছে।

পাশাপাশি শহরতলীর তেতৈয়া এলাকায় ব্যালট বাক্স ছিনতাই ও পুলিশের কাজে বাধা দেয়াসহ বিভিন্ন অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে। সোমবার রাতে সদর থানার এএসআই রিপন বাদী হয়ে এ মামলা করেন। এতে ইউপি মেম্বার বাছিত মিয়াসহ ৯৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও প্রায় ৩০০ জনকে আসামি করা হয়।