রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

গোলাপগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীদের উচ্ছ্বাস



বিজ্ঞাপন

জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ:
২০১৯ সালের প্রথম সকাল। নতুন বছরের নতুন সূর্য আর নতুন বই। বছরের প্রথম সকালেই হাতে হাতে নতুন বই পেয়ে উদ্বেলিত গোলাপগঞ্জ উপজেলার ক্ষুদে শিক্ষার্থীরা। তারা আনন্দে মাতোয়ারা হয়ে বসেছিল। মাঝে মাঝে নতুন বইয়ের গন্ধ শুকা আর একে অপরের বইয়ের সাথে নিজের বই মিলিয়ে দেখা। এমনই ছিলো এ উপজেলায় ক্ষুদে শিক্ষার্থীদের আনন্দের বই উৎসবের চিত্র।

মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল ১০টায় সরেজমিনে উপজেলার ১নং ফুলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় এ স্কুলের তৃতীয় শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থী নুসরাত জান্নাত ছাদিয়া নতুন বই হাতে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে বারবার পাতা উল্টাচ্ছিলো। আর বইয়ের ভিতরের কবিতাগুলো একে একে আবৃত্তি করছে। ক্ষুদে শিশুদের পাশাপাশি শিক্ষকরাও উচ্ছ্বাসিত তাদের শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনেই বই তুলে দিতে পেরে।

ফুলবাড়ি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা আক্তার বলেন, বছরের প্রথম দিন বই পাওয়া ছোট শিশুদের জন্য খুবই আনন্দের। তাদের হাতে নতুন বই তুলে দিতে পেরে আমরা উচ্ছ্বাসিত। কেবল এ বিদ্যালয়েই নয়, উপজেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই পেয়ে খুশিতে আত্মহারা। প্রতিবারের মতো এবারও ১ জানুয়ারি সারা দেশের ন্যায় গোলাপগঞ্জ উপজেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় নতুন বই।

পৌর এলাকার ইয়াগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও গিয়ে দেখা যায় একই চিত্র। এই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার তানিশার চোখে-মুখে উচ্ছ্বাস। নতুন বই পেয়ে নেচে নেচে বের হচ্ছে বিদ্যালয় থেকে। তানিশার মত কয়েকশ ক্ষুদে শিক্ষার্থী আনন্দে হেলে ধুলে বের হচ্ছে বিদ্যালয় থেকে। সবার হাতে নতুন বই। যেন তাদের আনন্দের এক মহা উৎসব।

মঙ্গলবার সকালে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকাদক্ষিণ উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং দত্তরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল ও প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকারও উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান জানান, গত ২৪ ডিসেম্বর সারা দেশে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ বছর গোলাপগঞ্জ উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক/দাখিল ও ইবতেদায়ী মাদ্রাসায় প্রায় ৭ লক্ষ নতুন বই বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।