সূর্য ডুবছে। হাকালুকি হাওরের আকাশে তখন রক্তরঙের হোলিখেলা। অন্য এক আকাশ। সেই রঙ লেগেছে চরাচরে। ইংরেজি বর্ষের শেষ সূর্যাস্ত। দিনান্তে নীড়ে ফিরছে একটি পাখি। গতকাল সোমবার (৩১ ডিসেম্বর) বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের মালাম বিল এলাকা থেকে ছবিটি তুলেছেন তপন কুমার দাস।