হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে এক লাখ ৫৮ হাজার ১৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজী। তার নিকটতম প্রার্থী ঐক্যফ্রন্টের রেজা কিবরিয়া ৮৫ হাজার ১৯৭ ভোট পেয়ে হেরেছেন।
ভোট চলাকালে ঐক্যফ্রন্ট প্রার্থী, গণফোরাম নেতা ড. রেজা কিবরিয়া অভিযোগ করে বলেছিলেন, রোববার বেলা সাড়ে ১১টার পর থেকেই ১৭৬টি কেন্দ্রের মধ্যে ১৫০টি কেন্দ্র দখল করে আওয়ামী লীগ।
প্রশাসন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আওয়ামী লীগ নেতাকর্মীরা কেন্দ্র দখল করে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, দুটি কেন্দ্রে দখল করার সময় স্ট্রাইকিং ফোর্স সামনে থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি।