সুনামগঞ্জের দোয়ারাবাজর উপজেলার বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মো. আরিফুল ইসলামকে আাটক করেছে পুলিশ।
২৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বোগলাবাজার থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আরিফুল ইসলাম বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশীল রঞ্জন বলেন, আটককৃতের বিরুদ্ধে নাশকতা ও নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। জিঙ্গাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।