আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তি শৃঙ্খলা রক্ষায় সিলেট সিটি করপোরেশনসহ জেলার প্রতিটি উপজেলায় ৫০ জন করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্যমতে, ২৭ জনের সমন্বয়ে করা প্লাটুনে সিলেট জেলায় ৭০০ জন সেনা মোতায়েন করা হয়েছে। রোববার ২৩ ডিসেম্বর ভোর থেকে সিলেটের মাঠ শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নামানো হয়েছে।
২৪ ডিসেম্বর সোমবার সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এম কাজি এমদাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সারাদেশের মতো সিলেট সিটি করপোরেশন ও ১৩টি উপজেলায় ৫০ জন করে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে।