সিলেট-৬ আসনে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনিত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ‘নিখোঁজ’ সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইফতেখার আহমদ দিনারের ছোট বোন সিলেট জেলা মহিলা দলের সহ সভাপতি তাহসিনা শারমীন তামান্না।
২৩ ডিসেম্বর রোববার সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়িনে ফয়সল চৌধুরীর নির্বাচনী পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তাহসিনা শারমীন তামান্না আবেগাপ্লুত কন্ঠে বলেন, আমার ভাই গুম হওয়া ছাত্রনেতা দিনার গোলাপগঞ্জবাসীর কারো ভাই, কারো ভাতিজা ছিল। আজ তার এখানে থাকার কথা ছিল। কিন্তু আজ আমি মেয়ে হয়েও আমার ভাইকে খুঁজে পাওয়ার আন্দোলনে শামিল হয়েছি। ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে এসেছি। এ আওয়ামী লীগ সরকারের আমলে আমার মতো অনেক বোন তাদের ভাইকে হারিয়েছে। অনেক মা তাদের সন্তানকে হারিয়েছে। আসন্ন নির্বাচন আপনাদের সন্তান দিনারকে ফিরে পাওয়ার নির্বাচন। এ নির্বাচন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার নির্বাচন। এই ভাই হারা বোন আকুতি করে বলছে, আপনারা কুশিয়ারা পারের মানুষ যদি আপনাদের দিনারকে ফিরে পেতে চান, তাহলে আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিয়ে ফয়সল আহমদ চৌধুরীর বিজয় নিশ্চিত করবেন।
ফয়সল আহমদ চৌধুরী রোববার সকাল ১১টা থেকে শুরু করে দিনব্যাপী গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের কালিজুরী বাজার, উত্তর বাদেপাশা ইউনিয়নের শান্তির বাজার, ডেপুটি বাজার, রাকুয়ার বাজার, বাগলা শাহী ঈদগাহ বাজার, আছিরগঞ্জ বাজারসহ বুধবারী বাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।