সময় যত যাচ্ছে ভোটের দিন ততই সামনে আসছে। ভোটের দিন ঘনিয়ে এলেও রাজনগর উপজেলায় প্রতিদিনই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী নেছার আহমদ ও তার দলের নেতাকর্মীরা।
কিন্তু সেই তুলনায় একেবারেই পিছিয়ে রয়েছে মৌলভীবাজার-৩ আসনে বিএনপি প্রার্থী ও তার নেতাকর্মীদের প্রচারণা। এছাড়াও উপজেলার বিভিন্ন বাজার ও পয়েন্টে আওয়ামী লীগের পোস্টার টানানো রয়েছে। সে তুলনায় চোখে পড়ছে না বিএনপি প্রার্থীর প্রচার পোস্টার।
এদিকে রাজনগর উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরোদ্ধে রাজনগর থানায় দুটি মামলা ও মৌলভীবাজার মডেল থানায় করা আরো একটি মামলা রয়েছে। এসব মামলায় বিএনপি নেতাকর্মীরা বাড়ি ছাড়া।
এসব মামলায় বিএনপির ৬ জন নেতকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। প্রতিদিনই বিএনপি নেতাকর্মীদের বাড়িতে রাজনগর থানা পুলিশের বিশাল টিম হানা দিচ্ছে বলে অভিযোগ বিএনপি নেতাদের।
তারা বলছেন, সরকার দলের বাধার মুখেও আমরা আমাদের প্রচারণা সম্পূর্ণ আচরণ বিধি মেনেই চালিয়ে যাচ্ছি। আমাদের কর্মীরা পোস্টার টানাচ্ছেন আবার কোথাও বাধার সম্মুখিন হচ্ছেন বলে দাবি করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএহাকিম বকস সুন্দর।
তিনি বলেন, আমরা রাজনগরে আচরণ বিধি মেনেই প্রচারণা চালিয়ে যাচ্ছি। তাই আমাদের প্রচার মাইক একটু কমই দেখা যাচ্ছে। জেলা থেকে যে পোস্টার এসেছিল আমরা তা টানিয়ে দিয়েছি। বৃষ্টির কারণে আমাদের অনেক পোস্টার নষ্ট হয়ে গেছে। অনেক জায়গায় আমরা পোস্টার টানাতে বাধার সম্মুখিন হচ্ছি।
এদিকে রাজনগর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিদিনই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অংশ নিচ্ছেন বিভিন্ন উঠান বৈঠকে। সরকারের উন্নয়ন ও ভবিষ্যতে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ভোটারদের বুঝাচ্ছেন। নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানাচ্ছেন।
আওয়ামী লীগের নেতারা বলছেন, নির্বাচনে আমরা যেভাবে প্রচারনা চালাচ্ছি তারাও সেভাবে প্রচারণা চালাচ্ছেন। আমরা তাদের কোথাও বাধা দেয়ার প্রশ্নই উঠেনা। উনারা নিজেরা ভোটারের কাছে যাচ্ছেন না। গা বাঁচিয়ে চলছেন। নেতাদের কাছে পার পাওয়ার জন্য আমাদের দোষছেন।
আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা হলে তারা জানান, রাজনগর উপজেলায় বর্তমান সরকার ব্যপক উন্নয়ন করেছে। বন্যার সময় পর্যাপ্ত ত্রানসহ ঘর মেরামতের জন্য নগদ অর্থও দিয়েছে। সাধারণ মানুষের মাঝে নৌকা প্রতীকের প্রতি টান রয়েছে। এছাড়াও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এ জেলায় একজন সৎ, বিচারক ও ন্যায়বান হিসেবেও পরিচিত। মানুষ তাকে নিবৃাচিত করবেই।