সিলেটের ফেঞ্চুগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সামাজিক সচেতনতার মাধ্যমে সহিংসতা মুক্ত নির্বাচনী পরিবেশ তৈরির লক্ষ্যে ‘শান্তিতে বিজয়-শান্তি জিতলে, জিতবে দেশ’ স্লোগান শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স আয়োজনে শনিবার (২২ ডিসেম্বর) সকালে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইডিয়ার সহকারী পরিচালক নাজিম আহমদ বলেন, নাগরিক সংলাপ ও কর্মশালার মাধ্যমে ফেঞ্চুগঞ্জের যে প্রধান নাগরিক সমস্যা উঠে আসে তা হল, নতুন রাস্তাঘাট তৈরি করা ও রাস্তা সম্প্রসারণের মাধ্যমে অনতিবিলম্বে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা। ফেঞ্চুগঞ্জ উপজেলার আওতাধীন এলাকায় কুশিয়ারা নদীর ব্যাপক ভাঙ্গনের ফলে ইতিমধ্যে অনেক মানুষ তাদের আশ্রয়স্থল হারিয়েছেন। নদী ভাঙ্গন রোধে নদী খনন ও দুই পারে সিমেন্ট ব্লকের মাধ্যমে সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা। মা ও শিশু স্বাস্থ্য সেবা উন্নয়ন করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য সেবা কমপ্লেক্সের ১০০ শর্যায় উন্নীত করা। ফেঞ্চুগঞ্জ উপজেলা শহরের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক ভোটারদের উপস্থিতি ও ভোটাররা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে ও ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই পরিবেশ সৃষ্টি করা। নির্বাচনে যাতে টাকা ছড়াছড়ি না হয় সে দিকে সতর্ক দৃষ্টি রাখা।
ফেঞ্চুগঞ্জবাসীর উপরোক্ত নাগরিক সমস্যা ও উন্নয়ন চাহিদা সিলেট-৩ আসনের প্রধান দুটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদীয় প্রার্থীগণের কাছে খুব শীঘ্রই আনুষ্ঠানিক হস্তান্তর করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আইডিয়ার প্রকল্প সমন্নয়ক জুবায়ের আহমদ, সিলেট জেলা সমন্নয়ক রোজিনা চৌধুরীসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।