বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মির্জা নাজিম ও লাউতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুবাগ ও লাউতা ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর জানান, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে।
এদিকে দুই নেতা গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট-৬ আসনের ধানের শীষের প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।