একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশের মতো সিলেটের ফেঞ্চুগঞ্জেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
২০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে বিজিবি সদস্যরা ফেঞ্চুগঞ্জের বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিজিবি মোতায়েন করা হয়েছে। একাদশ সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা ঠেকাতে ও নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ, র্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন।