মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সুনামগঞ্জে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ ডিসেম্বর বুধবার রাত ৮টার দিকে সুনামগঞ্জের দিরাই ও শাল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শাল্লা উপজেলার দৌলতপুর এলাকার মো. জুবায়ের আলী, ঘুঙ্গিয়ারগাঁও এলাকার জাকির হোসেন, শশারকান্দা এলাকার মো. সিদ্দিকুর রহমান, উজানগাঁও এলাকার তোতা মিয়া ও দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের মো. আব্দুল জলিল।
সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ খান বলেন, ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধে সুনামগঞ্জের দিরাই ও শাল্লা থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। একই অপরাধে যারা দেশের বাইরে ও পলাতক রয়েছে তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।