গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক নোমান উদ্দিন মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ৬টায় বাদেপাশা ইউনিয়নের রাকুয়ার বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে কুশিয়ারা পুলিশ ফাঁড়ির সহায়তায় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ উপজেলা ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদকে গ্রেপ্তার করে। এ সময় তিনি সিলেট-৬ আসনের বিএনপি মনোনিত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর গণসংযোগে ছিলেন বলে জানা যায়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী বলেন, ২০১৪ সালের নাশকতার মামলায় নোমান উদ্দিন মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে।