সিলেটের ফেঞ্চুগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ফেঞ্চুগঞ্জ শিল্পকলা একাডেমির সার্বিক তত্ত্বাবধানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৬ ডিসেম্বর রোববার সন্ধ্যায় উপজেলা হলরুমে অগ্নি জিতা দে ও তাঁর দলের দেশাত্ববোধক গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পর্দা উঠে। পরে একে একে উত্তম কুমার চৌধুরী, স্বরাজ দে, নাজমা আক্তার , সিরাজুল হক তালুকদার, জান্নাতুল জ্যুতি, রুমা আক্তার পিংকি, তাহমিনা জান্নাত গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক, সহকারী কমিশনার (ভূমি) সঞ্জিতা কর্মকার, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মো. বদরুজ্জামান, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন ইসকা, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ প্রমুখ।