দীর্ঘ ৬ বছর ধরে ভিসা বন্ধ থাকায় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। প্রবাসী বাংলাদেশিরা তাদের ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন বলে জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর ড. রফিক আহমেদ।
দেশটির বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে সম্প্রতি বাংলাদেশি মালিকানাধীন কাবানা গ্রুপের ৬তম শাখা উদ্বোধনকালে কমার্শিয়াল কাউন্সিলর ড. রফিক আহমেদ এসব কথা বলেন।
এরপরও দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করছেন বাংলাদেশিরা। দেশীয় শ্রমিকের আশাও ছাড়েননি এ ব্যবসায়ীরা। আমিরাতে ব্যবসায়ীরা আর আগের মতো লাভবান তো হতে পারছেন না বরং প্রতিনিয়ত তারা লোকসানে পড়ছেন।
ব্যবসার বিষয়ে তারা বলেন, বাংলাদেশি শ্রমিক বিশ্বস্ত। এ ছাড়া অল্প টাকায় কাজ করানো যেত। কিন্তু ভিসা বন্ধ করার পর থেকে অন্য দেশের শ্রমিক নিয়ে কাজ করানো যায় না। সেক্ষেত্রে তাদের জন্য বেতন বেশি ধরতে হয়। বিদেশি শ্রমিক রাখতে আয় ছাড়া ব্যয় বেশি হয়ে যায় আমাদের।
আলোচনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানের স্পন্সর মোহাম্মদ আহমেদ মোবারক, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, পরিচালক মোহাম্মদ কাউসার, দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিল সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, চট্টগ্রাম সমিতির সাংগঠনিক সম্পাদক মীর আহমেদ, বিশিষ্ট সংগঠক কাজী মোহাম্মদ আলী, ইসমাইল গনি চৌধুরী, মাওলানা ফজলুল কবির চৌধুরী, সাইফুদ্দীন আহমেদ, সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ, সাইফুল ইসলাম তালুকতার, মাহাবুব হাসান হৃদয়, জসিম উদ্দিন বিকম-সহ সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।