একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় আগামী ১৯ ডিসেম্বর বুধবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
১৯ ডিসেম্বর সকাল ১১টায় বিমানযোগে সিলেট আসবেন প্রধানমন্ত্রী। ওই দিন সকালে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন তিনি। এরপর নগরীর আলিয়া মাদ্রাসা ময়দানে জনসভায় তাঁর বক্তব্য প্রদানের পরিকল্পনা রয়েছে।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।