সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মঞ্জুর আহমদ (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুরে এ ঘটনা ঘটে।
মঞ্জুর আহমদ সুনামপুর গ্রামের দিনমজুর পংকি মিয়ার ছেলে ও উপজেলার মছলম উদ্দিন খান একাডেমীর অষ্টম শ্রেণীর ছাত্র। সে জেএসসি পরীক্ষার ফল প্রত্যাশী বলে জানা যায়।
১৩ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় দক্ষিণ সুনামপুর ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ব্যাডমিন্টন খেলার জন্য মঞ্জুর আহমদ বিদ্যুৎ সংযোগ করছিলেন। এ সময় অসাবধানতা-বশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলী।
এদিকে স্কুলছাত্র মঞ্জুর আহমদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।