সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
১১ ডিসেম্বর মঙ্গলবার রাতে উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ ও কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আপ্তাব উদ্দিনের সাথে বৈঠক শেষে স্থানীয় হাসনাবাদ বাজারে আওয়ামী লীগের এক কর্মী সভায় মিছিল সহকারে তারা আওয়ামী লীগে যোগ দেন।
আওয়ামী লীগে যোগদানকারীরা হলেন- সুন্দর আলী, নানু মিয়া, আবুল হোসেন, আব্দুল হান্নান, আব্দুল হেকিম, মাসুম আহমদ, নুরুল আমিন, ফজর আলী, আজিজুল হক, আব্দুল কাইয়ুম, মিছবাহ উদ্দিন, শাহাব উদ্দিন, শাহিন আহমদ, ছমক আলী, হাবলু মিয়া, নোয়াব আলী, সিরাজ মিয়া, আশা উদ্দিন, ময়না মিয়া, দুলাল আহমদ, শানুর মিয়া, খালেদ মিয়া, আব্দুল্লাহ (১), আব্দুল্লাহ (২), সাদ্দাম হোসেন, আলমাছ আলী, আব্দুল মনাফ, ধন মিয়া, জামাল আহমদ, ছান্দ আলী, আফরুজ আলী, আবুল হোসেন মনাই, টুনু মিয়া, দুলু শাহ, তৈয়ব আলী, লায়েক মিয়া, লায়েছ মিয়াসহ আরও অনেকে।
আওয়ামী লীগে যোগদানকারীরা জানান, সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারা নির্বাচনী আসনের সাবেক সাংসদ তিন বারের এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের কর্মী ছিলেন তারা। এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সভাপতি থাকা স্বত্বেও কিভাবে এসি রুমে থাকা একজন সাবেক উপজেলা চেয়ারম্যানকে টাকার বিনিময়ে দল মনোনয়ন দিলো? এজন্য দল থেকে আস্থা বিশ্বাস উঠে যাওযায় তারা আওয়ামী লীগে যোগদান করেছেন।