রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

মান ভাঙাতে এবার আরিফের বাসায় গেলেন মুক্তাদির
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর মান ভাঙাতে এবার বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন বিএনপি সিলেট-১ আসনে ঐক্যফ্রন্ট মনোনিত প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আরিফের কুমারপাড়াস্থ বাসভবনে যান তিনি।

এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী ও খন্দকার আবদুল মুক্তাদির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। মুক্তাদির নির্বাচনের জন্য আরিফের সহযোগিতা কামনা করেন। আরিফও সহযোগিতার আশ্বাস দেন।

খন্দকার মুক্তাদির বলেন, সিলেট-১ আসনে ধানের শীষকে বিজয়ী করতে সকলকে মাঠে নামতে হবে। এ দেশের ১৭ কোটি মানুষের স্বার্থে, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মুক্তির স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে এবং গণসংযোগ করতে হবে।

এর জবাবে মেয়র আরিফও সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য অবশ্যই মাঠে নামবো। সকলে মিলে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

এ সময় সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে রোববার (৯ ডিসেম্বর) দুপুরে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে নিজের চূড়ান্ত দলীয় মনোনয়ন জমা দিয়েই নগর ভবনে আরিফের সঙ্গে সাক্ষাৎ করেন খন্দকার আবদুল মুক্তাদির।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমাদের দলে কোনো বিভেদ নেই। আমরা সবাই ঐক্যবদ্ধ। সিটি মেয়র আরিফুল হক চৌধুরী আমার হয়ে নির্বাচনী প্রচারণায় মাঠে থাকবেন। বিএনপির সকল নেতাকর্মী তাদের সর্বস্ব দিয়ে আসন্ন সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের নির্বাচনী এলাকার সকল প্রচারণায় মাঠে নামবেন।

সিলেট-১ আসনে দলের ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরীকে বিএনপি থেকে মনোনয়ন দিতে দলের হাইকমান্ডের কাছে চিঠি পাঠিয়েছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ ৫১ জন নেতা। তবে বিএনপির হাইকমান্ড দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরকেই মনোনয়ন দিয়েছে। আরিফুল হক চৌধুরী কেন্দ্রে ইনাম আহমদ চৌধুরীর পক্ষে চিঠি দেয়ায় তাদের মধ্যে দূরত্বটা স্পষ্ট হয়ে ওঠে। সেই দূরত্ব ঘোচানোর চেষ্টা করছেন খন্দকার আবদুল মুক্তাদির।