একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের ৪টি আসনে ২৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এসব প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
প্রতীক বরাদ্দ অনুযায়ী দেখা যায়, হবিগঞ্জের ৪টি আসনের মধ্যে তিনটি আসনেই নৌকা প্রতীকের প্রার্থীর পাশাপাশি লাঙল প্রতীকের প্রার্থী রয়েছেন। মহাজোটের বাইরে গিয়ে এ তিনটি আসনে উন্মুক্ত প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। হবিগঞ্জ-১ আসনে শেখ সুজাত মিয়া, হবিগঞ্জ-২ আসনে ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান ও হবিগঞ্জ-৪ আসনে সৈয়দ মো. ফয়সল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু নির্ধারিত সময়ে প্রত্যাহার না করলেও তাদের প্রতীক বরাদ্দ দেয়া হয়নি।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে নৌকা প্রতীকে প্রার্থী গাজী মোহাম্মদ শাহনওয়াজ, ধানের শীষ প্রতীকে ড. রেজা কিবরিয়া, লাঙল প্রতীকে আতিকুর রহমান আতিক, চৌধুরী ফয়সল শোয়েব (মই), মো. নূরুল হক (গামছা) ও জুবায়ের আহমেদ (মোমবাতি) প্রতীকে লড়বেন।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে নৌকা প্রতীকে মো. আব্দুল মজিদ খান, ধানের শীষ প্রতীকে মাওলানা আব্দুল বাছিত আজাদ, লাঙল প্রতীকে শংকর পাল, মনমোহন দেবনাথ (গামছা), পরেশ চন্দ্র দাশ (আম), আবুল জামাল মসউদ হাসান (হাতপাখা) ও আফছার আহমদ রূপক (সিংহ) প্রতীকে লড়বেন।
হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে নৌকা প্রতীকে মো. আবু জাহির, ধানের শীষ প্রতীকে জিকে গউছ, লাঙল প্রতীকে আতিকুর রহমান আতিক, মহিব উদ্দিন আহমেদ সোহেল (হাতপাখা) ও পিযুষ চক্রবর্তী (কাস্তে) প্রতীকে লড়বেন।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে নৌকা প্রতীকে মাহবুব আলী, ধানের শীষ প্রতীকে আহমদ আবদুল কাদের, শেখ সামছুল আলম (হাতপাখা), সোলায়মান খান রাব্বানী (মোমবাতি) ও আনছারুল হক (গোলাপ ফুল) প্রতীকে লড়বেন।