রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সিলেটের ৬টি আসনে চূড়ান্ত লড়াইয়ে ৪০ প্রার্থী
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ৬টি আসনে চূড়ান্ত লড়াইয়ে নামছেন ৪০ প্রার্থী। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার এম কাজী এমদাদুল ইসলাম প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। এ সময় প্রার্থীরা নিজে উপস্থিত থেকে কিংবা তাদের প্রতিনিধিদের মাধ্যমে প্রতীক গ্রহণ করেন। প্রতীক বরাদ্দের পর থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।

সিলেট-১ (সদর-সিটি কর্পোরেশন) আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. একে আবদুল মোমেন (নৌকা), বিএনপির খন্দকার আবদুল মুক্তাদির (ধানের শীষ), বাসদের-(মার্কসবাদী) উজ্জল রায় (কোদাল), বাসদের প্রণব জ্যোতি পাল (মই), ইসলামী আন্দোলনের রেদওয়ানুল হক (হাতপাখা), ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ফয়জুল হক (মিনার), ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ (আম), জাতীয় পার্টির মাহমুদুর রহমান চৌধুরী (লাঙল), বাংলাদেশ মুসলিম লীগের আনোয়ার উদ্দিন বোরহানাবাদী (হারিকেন) এবং মাওলানা নাসির উদ্দিন (বটগাছ) প্রতীক পেয়েছেন।

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপির তাহসিনা রুশদী লুনা (ধানের শীষ), জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী এহিয়া (লাঙল), এনপিপির মনোয়ার হোসেন (আম), খেলাফত মজলিসের মুনতাছির আলী (দেয়ালঘড়ি), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. মোশাহিদ খান (টেলিভিশন), গণফোরামের মোকাব্বির খান (উদীয়মান সূর্য) এবং ইসলামী আন্দোলনের আমির উদ্দিন (হাতপাখা) প্রতীক পেয়েছেন।

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ) আসনে আওয়ামী লীগের মাহমুদ উস সামাদ চৌধুরী (নৌকা), বিএনপির শফি আহমদ চৌধুরী (ধানের শীষ), জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা আতিকুল ইসলাম (রিকশা), খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন (দেয়াল ঘড়ি), ইসলামী আন্দোলনের এমএ মতিন বাদশা (হাতপাখা) এবং জাতীয় পার্টির উসমান আলী (লাঙল) প্রতীক পেয়েছেন।

সিলেট-৪ (গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর) আসনে আওয়ামী লীগের ইমরান আহমেদ (নৌকা), বিএনপির দিলদার হোসেন সেলিম (ধানের শীষ), জাতীয় পার্টির এটিইউ তাজ রহমান (লাঙল), বাসদের- (মার্কসবাদী) মনোজ কুমার সেন (কোদাল) এবং ইসলামী আন্দোলনের জিল্লুর রহমান (হাতপাখা) প্রতীক পেয়েছেন।

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে আওয়ামী লীগের হাফিজ আহমদ মজুমদার (নৌকা), জমিয়তের মাওলানা উবায়েদুল্লাহ ফারুক (ধানের শীষ), জাতীয় পার্টির সেলিম উদ্দিন (লাঙল), স্বতন্ত্র প্রার্থী ফয়জুল মুনির চৌধুরী (সিংহ), ইসলামী আন্দোলন মাওলানা নুরুল আমিন (হাতপাখা), গণফোরামের অ্যাডভোকেট বাহার উদ্দিন আল রাজি (উদীয়মান সূর্য) এবং মুসলিম লীগের শহীদ আহমদ চৌধুরী (হারিকেন) প্রতীক পেয়েছেন।

সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ (নৌকা), বিএনপির ফয়সল আহমদ চৌধুরী (ধানের শীষ), বিকল্পধারার শমসের মবিন চৌধুরী (কুলা), ইসলামী আন্দোলনের আজমল হোসেন (হাতপাখা) এবং এমএ মতিন চৌধুরী (মিনার) প্রতীকে নির্বাচন করছেন।