সিলেটের গোলাপগঞ্জে নাশকতার মামলায় বাদেপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি সাহাব উদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত ৮টার দিকে উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা মাঝপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত সাহাব উদ্দিন উপজেলার বাগলা মাঝপাড়া গ্রামের মৃত আকবর আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৮টার দিকে গোলাপগঞ্জ মডেল থানা ও কুশিয়ারা পুলিশ ফাঁড়ির একদল পুলিশ অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল ফজলুল হক শিবলী।