আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি জোটের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ২৩ দলীয় জোটের অন্যতম শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
শনিবার রাতে ঢাকায় বিএনপির গুলশান কার্যালয় থেকে সিলেট-৫ আসনে জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে মাওলানা উবায়দুল্লাহ ফারুকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষতির মনোনয়নের চিঠি দেওয়া হয়।
তাঁর পক্ষে চিঠি গ্রহণ করেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন।
প্রসঙ্গত, পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে প্রার্থী ও তার সমর্থকরা নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালাতে পারবেন।