রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

আজ মৌলভীবাজার মুক্ত দিবস
বিশেষ প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি



বিজ্ঞাপন

আজ ৮ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদারমুক্ত হয় মৌলভীবাজার। উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। প্রতিবছরের মতো এবারও দিনটিকে স্মরণ করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

১৯৭১ সালের ৩০ এপ্রিল থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনী মৌলভীবাজারে হত্যাযজ্ঞ চালায়। রাজাকারদের সহযোগিতায় তারা সদর উপজেলার শাহবন্দর, বাউরভাগ, আজমেরু, খিদুর, বাসুদেবশ্রী, কামালপুর, পৈলভাগ, গয়ঘর ও নড়িয়া এলাকায় অগ্নিসংযোগ, নির্যাতন এবং গণহত্যা চালায়।

৬ ডিসেম্বর জেলার সবক’টি উপজেলা হানাদারমুক্ত হলে পাকিস্তানি বাহিনীর প্রতিরক্ষা শক্তি ভেঙে পড়ে। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী জেলা অভিমুখে অগ্রসর হতে থাকে। ৭ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী মৌলভীবাজার ছেড়ে সিলেটের দিকে পালিয়ে যায়।

৮ ডিসেম্বর ভোরে মুক্তি ও মিত্রবাহিনী মৌলভীবাজার শহরে প্রবেশ করলে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এদিকে হানাদারমুক্ত দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে শোভাযাত্রা, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।