একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের জন্য ২০৬ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বিএনপি। ৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামীকাল শনিবার বিকেলে ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
চূড়ান্ত প্রার্থী তালিকায় সিলেট বিভাগের ১০টি আসনের প্রার্থীদের নাম জানা গেছে। তাঁরা হলেন-
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ) আসনে শফিউদ্দিন আহমদ চৌধুরী।
সিলেট-৪ (গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর) আসনে দিলদার হোসেন সেলিম।
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে নাসির উদ্দিন আহমদ মিঠু।
মৌলভীবাজার-৩ (সদর উপজেলা-রাজনগর) আসনে এম নাসের রহমান।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মুজিবুর রহমান চৌধুরী।
সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা ও মধ্যনগর) আসনে নজির হোসেন।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নাছির উদ্দিন চৌধুরী।
সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে ফজলুল হক আসপিয়া।
সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) মিজানুর রহমান চৌধুরী।
হবিগঞ্জ-৩ (সদর-শায়েস্তাগঞ্জ-লাখাই) আসনে জিকে গউছ।