একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এএমএস কিবরিয়ার ছেলে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়া।
শুক্রবার বিকেলে আপিল শুনানি করে তার আবেদন গ্রহণ করে, তার মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
এর আগে ২ ডিসেম্বর মনোননয় যাচাই–বাছাই কালে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল ঋণ খেলাপির অভিযোগে রেজা কিবরিয়ার মনোনয়নপত্রটি বাতিল করেছিলেন।
হবিগঞ্জ-১ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ড. রেজা কিবরিয়া।
সিটি ব্যাংক এবং ঢাকা ব্যাংক এর ঋণ খেলাপি উল্লেখ করে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
প্রসঙ্গত, পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে প্রার্থী ও তার সমর্থকরা নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালাতে পারবেন।