সিলেটের গোলাপগঞ্জে যুব হকি ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় গোলাপগঞ্জ পৌরসভার অডিটোরিয়ামে সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান মশিকুর রহমান মহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমদের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ গাজী।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক ফারহান আহমদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য জাহাঙ্গীর হোসেন, উপজেলা আমুড়া ইউপির সদস্য ও ওসমানী স্মৃতি পরিষদ গোলাপগঞ্জ শাখার সভাপতি আমান উদ্দিন আমান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এনামুল হক এনাম, সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, রণকেলী যুব সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুছ ছালিক, যুব হকি ক্লাবের সভাপতি ফাহমি আহমদ চৌধুরী, সহ প্রচার সম্পাদক শাহেল আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জালাল আহমদ চৌধুরী, কার্য নির্বাহী সদস্য জাহেদুর রহমান জাহেদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ উদ্দিন, সাংবাদিক সুলতান আবু নাসের, কেএম আব্দুল্লাহ, যুব হকি ক্লাবের সহ সভাপতি ফরহাদ আহমদ জহির, সহ সাধারণ সম্পাদক সুজার আহমদ, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, সহ প্রচার সম্পাদক আব্দুল হামিদ, ক্রীড়া সম্পাদক হুমায়ুন রশিদ নয়ন, সহ ক্রীড়া সম্পাদক আবুল হাসনাত নাছিম, আব্দুল আমিন, সমাজসেবা বিষয়ক সম্পাদক জামিল আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক অলিউর রহমান তানিম, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক রুহিত হুসাইন, ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল আলম, গ্রন্থ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় ১০০ জন গরিব ও অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করা হয়।