ক্যালেন্ডারের পাতা অনুযায়ী একাদশ জাতীয় নির্বাচনের কড়ায় গন্ডায় একমাস বাকি আছে। ৩০ ডিসেম্বর ভোট উৎসব। বাংলাদেশের ভোট উৎসবে নৌকা বনাম ধানের শীষের লড়াই পুরনো। এবার এ লড়াইয়ে পেয়েছে ভিন্ন মাত্রা। প্রধান দুই জোটের প্রার্থীরা লড়ছেন নৌকা আর ধানের শীষে। আগামীকাল ২ ডিসেম্বর প্রার্থীদের দাখিল করা মনোনয়ন যাচাই-বাছাই। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন।
মনোনয়নপত্র দাখিলের সময়ই আওয়ামী লীগ ৩৬ আসনে কোনো প্রার্থী দেয়নি। এ আসনগুলো জোটের মিত্রদের জন্য ছেড়ে দিয়েছে। আরো কিছু আসনে প্রার্থী দেয়া হলেও জোটের সঙ্গে সমঝোতা হলে তা মিত্রদের জন্য ছেড়ে দেয়া হবে।
অন্যদিকে বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলের প্রার্থীদের ক্ষেত্রে কৌশল অবলম্বন করায় বেশিরভাগ আসনে একাধিক প্রার্থী দেয়া হয়েছে। সব হিসাব-নিকাশ শেষে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষিত হবে ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী (দৈনিক মানবজমিন থেকে পাওয়া) সিলেট বিভাগের প্রায় নিশ্চিত প্রার্থীরা হলেন-
আওয়ামী লীগ (নৌকা):
সিলেট:
সিলেট-১ (সদর-সিটি কর্পোরেশন) আসনে একে আবদুল মোমেন, সিলেট-৩ (দক্ষিণ সুরমা-বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ) আসনে মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট-৪ (গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর) আসনে ইমরান আহমদ, সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে নুরুল ইসলাম নাহিদ
মৌলভীবাজার:
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে শাহাব উদ্দিন, মৌলভীবাজার-৩ (সদর উপজেলা-রাজনগর) আসনে নেছার আহমদ, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে উপাধ্যক্ষ আব্দুস শহীদ।
সুনামগঞ্জ:
সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা ও মধ্যনগর) আসনে মোয়াজ্জেম হোসেন রতন (এ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপির বদলে মহাজোটের শরিক দলের প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরীকে মনোনয়ন দেয়ার গুঞ্জন উঠেছে।) সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জয়া সেনগুপ্ত, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে এম এ মান্নান, সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে মুহিবুর রহমান মানিক।
হবিগঞ্জ:
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আবদুল মজিদ খান, হবিগঞ্জ-৩ (সদর-শায়েস্তাগঞ্জ-লাখাই) আসনে আবু জাহির, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে মাহবুব আলী।
বিএনপি (ধানের শীষ):
সিলেট:
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৪ (গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর) আসনে দিলদার হোসেন সেলিম, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ফরিদউদ্দিন চৌধুরী (জামায়াত), সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে হাবিবুর রহমান (জামায়াত)।
মৌলভীবাজার:
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে এবাদুর রহমান চৌধুরী, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে সুলতান মোহাম্মদ মনসুর (জাতীয় ঐক্যফ্রন্ট), মৌলভীবাজার-৩ (সদর উপজেলা-রাজনগর) আসনে এম. নাসের রহমান, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মুজিবুর রহমান চৌধুরী।
সুনামগঞ্জ:
সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা ও মধ্যনগর) আসনে নজির হোসেন, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে শাহীনূর পাশা চৌধুরী (জমিয়ত), সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে কলিম উদ্দিন আহমদ মিলন।
হবিগঞ্জ:
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনে রেজা কিবরিয়া (গণফোরাম), হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ডা. সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ (সদর-শায়েস্তাগঞ্জ-লাখাই) জিকে গৌছ।
প্রসঙ্গত, পুনঃতফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো গত ২৮ নভেম্বর বুধবার। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর।