সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির দলীয় মনোনিত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি সকল প্রার্থীর সমান সুযোগের দাবি জানিয়ে নিরপেক্ষ দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন।
তিনি দল জোটের স্বার্থে যে কোন ত্যাগের জন্য প্রস্তুতের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ঐক্যের স্বার্থে আলোচনা এখনো শেষ হয়নি। বিগত সময়ে জোটের অন্য শরিক দল থেকে প্রার্থী সফল না হওয়ায় তৃণমূল পর্যায়ে নের্তাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী বিএনপি তথা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আমাকে মনোনয়ন প্রদান করা হয়েছে। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর প্রতি আমার প্রত্যাশা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটের অধিকার আদায় এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তির লক্ষে ৩০ ডিসেম্বরের নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন সরকার দলীয় প্রার্থী মনোনয়ন জমা দেয়ার আগেও পরে পুলিশ পটোকলে চলাফেরা করছেন যা নির্বাচনী আচরণ বিধির সুস্পষ্ট লঙ্গন। এ ব্যাপারে নির্বাচন কমিশন শক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি আহবান জানান।
তিনি ২৮ নভেম্বর বুধবার সন্ধ্যায় গোলাপগঞ্জে এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য ও প্রশ্নোত্তরকালে উপরোক্ত কথাগুলো বলেন।
স্থানীয় বিভিন্ন সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুল কাদির শাহী, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সিলেট জেলা পরিষদ সদস্য নজমুল হোসেন, জেলা বিএনপি নেতা, আলী নগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, আমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহেল আহমদ, জেলা বিএনপি নেতা সৈয়দ হাসান মাহমুদ, উপজেলা বিএনপির উপদেষ্টা জিয়া উদ্দিনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, অঙ্গ ও সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।