একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন কে পাচ্ছেন তা আজ সোমবার বিকেলে নিশ্চিত করবে বিএনপি। এ সময় যারা দলের মনোনয়ন পেয়েছেন তাদেরকে আনুষ্ঠানিকভাবে চিঠি হস্তান্তর করা হবে।
বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে এ চিঠি বিতরণ করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তবে গুলশান অফিস থেকে জানানো হয়েছে, বিকেল ৪টা থেকে তিন বিভাগের প্রার্থীদের চিঠি বিতরণ করা হবে। শুরুতে বরিশাল বিভাগ, সন্ধ্যা ৬টায় রংপুর বিভাগ এবং রাত ৮টা থেকে রাজশাহী বিভাগের প্রার্থীদের চিঠি বিতরণ করা হবে।
অবশ্য গতকাল রোববার দিবাগত রাতেই ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা এলিন ভুট্টো বিএনপির মনোনয়নের চিঠি পেয়েছেন।
এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ মনোনয়নের চিঠি পেয়েছেন বলেও জানা গেছে।
কিন্তু সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘মনোনয়ন দেয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি, হলে জানানো হবে।’