সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে নৌকা প্রতীকের প্রার্থীর দাবিতে বিক্ষোভ করেছে দুই উপজেলার নেতাকর্মীরা। এসময় ‘নৌকা-নৌকা’ স্লোগান দিয়ে তারা সিলেট-ঢাকা মহাসড়কও অবরোধ করে রাখে। এ সময় নেতাকর্মীরা মহাজোটের শরিকদের ছাড় না দিয়ে এ আসনে আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গোয়ালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আধা ঘণ্টাব্যাপী অবরোধকালে বক্তব্য দেন- উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, সিনিয়র সহ সভাপতি জাভেদ আহমদ আম্বিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল প্রমুখ।
প্রসঙ্গত, দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এই আসন শরিক দল জাপাকে ছেড়ে দিলে এমপি নির্বাচিত হন ইয়াহইয়া চৌধুরী। আসন্ন নির্বাচনেও মহাজোটের হয়ে এ আসন তিনি দাবি করেন। এবারও তিনি আসনটি পাচ্ছেন; এ কারণে আজ কেন্দ্রীয় আওয়ামী লীগ এ আসনে কোন প্রার্থীকে চিঠি দেয়নি। এমন খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন নেতাকর্মীরা।
এদিকে একই দববিতে বিশ্বনাথে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর অনুসারীরা পৃথকভাবে বিক্ষোভ করেছেন।
সন্ধ্যায় সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুর পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আওয়ামী লীগের একটি পক্ষ। এছাড়া অন্য আরেকটি পক্ষ উপজেলা সদরে বিক্ষোভ করে সড়ক অবরোধ করে রাখে।