একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের ৪টি আসনের ৩টিতে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। ২৫ নভেম্বর রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের চিঠি দেওয়া হয়েছে।
চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জ-৩ (সদর-শায়েস্তাগঞ্জ-লাখাই) আসনে জেলা আওয়ামী লীগ সভাপতি বর্তমান সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান সংসদ সদস্য এডভোকেট মো. আব্দুল মজিদ খান ও হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী।
শুধু হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে কাউকে মনোনয়ন দেয়া হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, পুনঃতফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২ ডিসেম্বর। ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার। প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর।