সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়ন শিবিরের সভাপতি হাফিজুর রহমান সিদ্দিকীকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
২২ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় উপজেলার বাদেপাশা ইউনিয়নের আমকুনা গ্রামের খোরশেদ আলমের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান সিদ্দিকী বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামের করামত আলীর পুত্র।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম ফজলুল হক শিবলি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোলাপগঞ্জ মডেল থানার এসআই তপন কুমারের নেতৃত্বে একদল পুলিশ বাদেপাশার আমকুনায় অভিযান চালিয়ে হাফিজুর রহমান সিদ্দিকীকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেন। শুক্রবার তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।