হবিগঞ্জের মাধবপুর উপজেলায় টেম্পুর (স্থানীয় নাম রোহিঙ্গা গাড়ি) ধাক্কায় উজ্জ্বল মিয়া (১৩) নামে এক পিইসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার ২২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মাজার গেইট-ধরমন্ডল সড়ক বাজার এলাকায় এ দুর্ঘট ঘটে।
নিহত উজ্জ্বল বাঘাসুরা গ্রামের খলিল মিয়ার ছেলে। সে পশ্চিম বাঘাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো।
বাঘাসুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাব উদ্দিন জানান, দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফিরে কাজের জন্য হাওরে যায় উজ্জ্বল। কাজ শেষে সন্ধ্যার দিকে ফেরার পথে মাজার গেইট-ধরমন্ডল সড়ক এলাকায় একটি টেম্পুর তাকে পেছন দিক দিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উজ্জ্বলের আত্মীয় শাওয়াল মিয়া জানান, উজ্জ্বলের বাবা একজন দরিদ্র কৃষক। অনেক কষ্টে সন্তানকে পড়াশোনা করাতেন। সড়ক দুর্ঘটনায় ছেলে হারিয়ে তিনি পাগল প্রায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।