হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামিরুল মিয়া (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ২২ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুমড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামিরুল উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামের ওয়াহিদ মিয়ার পুত্র।
স্থানীয়রা জানান, বিকেলে জামিরুল কুমড়ি গ্রামের একটি বাড়িতে নির্মাণ কাজ শেষে টিউবওয়েলে গোসল করতে যান। এসময় টিউবওয়েলের সঙ্গে সংযুক্ত পানির পাম্পের তারে লেগে জামিরুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামিরুলকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ত্রিলোক চাকমা।