বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সিলেটের কুশিয়ারায় ধরা পড়েছে ৪ মন ওজনের বাঘা আইড়
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

সিলেটে কুশিয়ারা নদীতে প্রায় ৪ মন ওজনের বাঘা আইড় মাছ ধরা পড়েছে। বুধবার ভোরে কুশিয়ারা নদীতে এক জেলের হাতে মাছটি ধরা পড়ে। পরে নগরীর লালবাজারের ব্যবসায়ী মখলেছ মিয়া ১ লাখ ৫০ হাজার টাকায় মাছটি কিনে নেন।

সেখান থেকে মাছটি নিয়ে যাওয়া হয় লালবাজারে। বিশাল এ মাছটি দেখতে উৎসুক মানুষের ভিড় লেগেছে লালবাজারে মখলেছ মিয়ার আড়তে।

মখলেছ মিয়া জানান, মাছটি শেরপুরে কুশিয়ারা নদী থেকে ধরা পড়েছে। বাজারে বিক্রির জন্য তুলেছি। মাছটি কেটে কেজি হিসেবে বিক্রি করবো। প্রতি কেজি আড়াই থেকে ৩ হাজার টাকা দামে বিক্রির পরিকল্পনা রয়েছে।