রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

মৌলভীবাজারে চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা: আমার জীবন নষ্ট করে দিয়েছে বাবুল
নিজস্ব সংবাদদাতা

নিজস্ব সংবাদদাতা



বিজ্ঞাপন

মৌলভীবাজার সদর উপজেলায় চিরকুট লিখে তানিয়া আক্তার রেলেনা (২০) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লিখা রয়েছে, ”বাভুল (বাবুল) আমার জীবন নষ্ট করে দিছে (দিয়েছে), আর কেউ নেই (নয়), মোবাইলে সব রেকট (রেকর্ড) আছে, দেক (দেখো)।”

মৃত তানিয়া আক্তার সদর উপজেলায় নাজিরাবাদ ইউনিয়নের আগনসী গ্রামের মৃত আহাদ মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ির ছাদের গ্রিলের সঙ্গে ওড়না পেছিয়ে আত্মহত্যা করেন তানিয়া। পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে মৌলভীবাজার হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে নিলে চিকিৎসক জানান, অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, বাবুল নামের এক ছেলের সঙ্গে তানিয়ার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বাবুলের কাছে প্রতারিত হয়ে আত্মহত্যা করেছেন তানিয়া।

মৌলভীবাজার মডেল থানা পুলিশের এসআই বিকাশ বলেন, এটি আত্মহত্যা। তরুণীর মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে বাবুল নামে একজনকে মৃত্যুর জন্য দায়ী করেছেন তরুণী। তদন্তের পর বিষয়টি পরিষ্কারভাবে জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।