আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গোলাপগঞ্জে অবৈধ ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড ও পোস্টার অপসারণ করেছে গোলাপগঞ্জ পৌরসভা। ১১ নভেম্বর রোববার দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন গোলাপগঞ্জ পৌররসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
এ সময় পৌর শহরের গোলাপগঞ্জ চৌমুহনী, গোলাপগঞ্জ বাজার এবং সিলেট-জকিগঞ্জ সড়কে নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের অবৈধভাবে সাটানো ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড ও পোস্টার অপসারণ করা হয়।
উল্লেখ, গত ৯ নভেম্বর শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ নির্বাচনী প্রচারণা হিসেবে লাগানো সকল ব্যানার, পোস্টার ও তোরণ আগামী সাত দিনের মধ্যে নামিয়ে ফেলারও নির্দেশ দেন। নির্দেশ না মানলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এমন ঘোষণার পর গোলাপগঞ্জ পৌরসভা অবৈধ বিলবোর্ড, ব্যানার-ফেস্টুন উচ্ছেদে অভিযানে নামে।