বিয়ানীবাজার পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা জমির হোসাইনেকে গ্রেফতার করেছে পুলিশ। ৬ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার নিদনপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর বলেন, গ্রেফতারকৃত জমির হোসাইন নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।