রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

গোলাপগঞ্জ পৌর মেয়র রাবেলের শপথ গ্রহণ
গোলাপগঞ্জ প্রতিনিধি

গোলাপগঞ্জ প্রতিনিধি



বিজ্ঞাপন

গোলাপগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র আমিনুল ইসলাম রাবেল দায়িত্বভার গ্রহণ করেছেন। ৪ নভেম্বর রোববার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোহাম্মদ মতিউর রহমান, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।

এ সময় গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, পৌর প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, কাউন্সিলর ফজলুল আলম, জহির উদ্দিন সেলিম, রুহিন আহমদ খান, জবান আলী, জানাল আহমদ জামাল, মাস্টার আব্দুল জলিল, নারী কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান, ফ্রান্স বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি চৌধুরী সালেহ আহমদ, সাংবাদিক সজলু লস্কর, গোলাপগঞ্জ বাজার মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ইজ্জাদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী সামছুল ইসলাম মন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ মতি, সাবেক আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল লতিফ, পরিবহন শ্রমিক নেতা আব্দুল মুহিম, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুস সামাদ, যুব নেতা এনায়েত করিম খোকন, ফখরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ইশতিয়াক আহমদ সুমন, সাইকুজ্জামান চৌধুরী শিমু, ছালিক আহমদ, আনোয়ার হোসেন প্রমুখ।

শপথ গ্রহণ শেষে পৌরসভার কনফারেন্স হলে নব-নির্বাচিত মেয়র আমিনুল ইসলাম রাবেলকে নিয়ে বৈঠকে বসেন ভারপ্রাপ্ত মেয়রসহ কাউন্সিলরবৃন্দ।

এ সময় আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত মেয়র হেলালুজ্জামান হেলাল দায়িত্ব বুঝিয়ে দেন নব-নির্বাচিত মেয়র আমিনুল ইসলাম রাবেলকে। পরে নতুন মেয়র কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে পৃথক বৈঠকে মিলিত হন।

পৃথক বৈঠকে মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন, পৌরসভা নিয়ে এতদিন মানুষের মধ্যে যে অবিশ্বাস ছিল আমি সবাইকে সাথে নিয়ে কাজের মাধ্যমে তা দূর করতে চাই। সকলের সহযোগিতায় গোলাপগঞ্জ পৌরসভা সাধারণ নাগরিকের জন্য একটি কল্যাণমূলক প্রতিষ্ঠানে পরিণত হবে আমি তা প্রত্যাশা করি।

এদিকে বিকেল ৪টায় পৌরসভা মাঠে পৌর পরিষদের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলালের সভাপতিত্বে ও কাউন্সিলর ফজলুল আলমের সঞ্চালনায় উক্ত মিলাদ মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, জামিল আহমদ, সমাজসেবী ওয়েছুর রহমান, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুস সামাদ, সাবেক কমিশনার ফরিদ উদ্দিন ইরান, ৬নং ওয়ার্ডের পক্ষে এনায়েত করিম খোকন, ৮নং ওয়ার্ডের পক্ষে আনোয়ার হোসেন, বণিক সমিতি সদস্য কাওছার আহমদ, যুক্তরাজ্য প্রবাসী তুহিন পারভেজ, ছাত্রনেতা কামরান আহমদ, ফখরুল ইসলাম শাকিল প্রমুখ।